ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মদ খেয়ে বেরোবি শিক্ষার্থীকে ইভটিজিং, আটক ২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে ইভটিজিং করায় বহিরাগত ২ মদ্যপকে আটক করে থানায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক চলছিল। এ সময় বহিরাগত ২ পদ্যপ যুবক ওই বিভাগের এক শিক্ষার্থীর কাছে ফুল চায় এবং ওই শিক্ষার্থীর সাথে ছবি তোলার জন্য তার কাছে চলে আসেন। তখনই ওই নারী শিক্ষার্থীর বন্ধুরা ওই ২ যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। পরে সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় পাঠানো হয়।

আটককৃতরা হলেন- স্থানীয় পার্কের মোর এলাকার সেলুনের দোকানি শিমুল এবং মর্ডান মোড়র আবির। 

এ বিষয়ে প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ইভটিজিং করার দায়ে দুজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। সংরক্ষিত এলাকায় মাদক সেবনের জন্য তাদের নামে অবশ্যই মামলা করা হবে। তবে মামলার ধরনের কঠোরতা তদন্ত সাপেক্ষে নির্ধারণ হবে। আর ভুক্তভোগী শিক্ষার্থী চাইলে ইভটিজিংয়ের মামলা করতে পারে। আমরা তাকে সহযোগিতা করবো।

তাজহাট থানার ওসি শাহালম সরদার বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

SN/FI
আরও পড়ুন