ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতা উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন ও ফেস্টুনে সজ্জিত করা হয় কলেজ প্রাঙ্গণ। 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ‘৬৫তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’ শুরু হয়েছে।  রোববার (৫ জানুয়ারি) কলেজ বটমূলে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধন বক্তব্যে, কলেজের এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমাদের নিজস্ব সংস্কৃতি জানতে অনুপ্রাণিত করা এবং স্বকীয় গুণাবলি আরও ঋদ্ধ হওয়ার মাধ্যমে পড়াশুনার পাশাপাশি তাদের অন্যান্য প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। এছাড়া আরও উপস্থিত ছিলেন-কলেজের উপাধ্যক্ষ, অভিভাবকমণ্ডলী, ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মুহা. আমীমুল ইহসান জানান, প্রতিযোগিতা উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন ও ফেস্টুনে সজ্জিত করা হয় কলেজ প্রাঙ্গণ।

চার দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের সাত হাউসের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, ধারাবাহিক গল্পবলা, একক ও দলীয় অভিনয়, ছড়াগান, দেশাত্ববোধক, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক সঙ্গীত, পল্লীগীতি, সমকালীন সঙ্গীত, দেয়াল পত্রিকা ও চারু-কারুকলা বিষয়ে অংশ নেবে।

আগামী ২১ ফেব্রুয়ারি  (শুক্রবার) সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

RA
আরও পড়ুন