ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রেসিডেনসিয়াল মডেল কলেজে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। 

সোমবার (১৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কলেজ বটমূলে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে রং-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয়েছিলো কলেজ প্রাঙ্গণ।

সবুজ-শ্যামলিমাময় সুবিশাল ক্যাম্পাস হয়ে উঠেছিলো নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। মনমাতানো গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলো সবাই।

নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।

প্রধান অতিথি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

AHA
আরও পড়ুন