বিসিএসের সিলেবাসে আসছে পরিবর্তন: পিএসসি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পিএম

বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা। 

সংবাদ সম্মেলনে বিসিএসের জট নিরসনে পরিকল্পনা, মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার পদক্ষেপ, প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ এবং চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া পূরণ নিয়ে পিএসসির অবস্থান তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, বিসিএসের যুগোপযোগী সিলেবাস প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৯তম বিসিএস থেকে এ সিলেবাস কার্যকর করা হবে।

নতুন প্রণীত সিলেবাস কেমন হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যে সিলেবাস প্রণয়ন করছি, সেটা শুধু বিসিএসকেন্দ্রিক নয়। এ সিলেবাস অনুসরণ করলে বিশ্বের যেকোনো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই প্রার্থী ভালো করতে পারবেন বলে আশা করি।

এসময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RK
আরও পড়ুন
সর্বশেষপঠিত