সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা ও তরুং সীমান্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে ইয়াকুব আলী (৪০) ও আশিকুর রহমান (১৮) নামে দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। 

নিহত ইয়াকুব আলী কোম্পানিগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের আজমল আলীর ছেলে। তিনি ভারতের অভ্যন্তরে  সুপারি আনতে গিয়ে সীমান্ত অতিক্রম করেছিলেন। অপরদিকে আশিকুর রহমান উপজেলার তুরুং গ্রামের বুরহান উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বরম সিদ্ধিপুর এলাকায় উৎমা সীমান্ত এলাকার সীমান্তের ওপারে ইয়াকুব গুলিবিদ্ধের এ  ঘটনা ঘটে। 

অপরদিকে দমদমীয়া সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে আশিকুরের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হওয়ার এ ঘটনা ঘটেছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উৎমা বিওপি ও ভারতের ২/ টোকা বিএসএফ ক্যাম্পের সীমান্ত পিলার ১২৫৫/২ এস এক থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে সুপারি বাগানে ইয়াকুব আলীসহ দুজন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করেন। 

এসময় স্থানীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ করে ছোরারা গুলি ছোড়েন। এ সময় ইয়াকুব আলীর বুকে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। সাথেসাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তিনি মারা যান।

এর আগে (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দমদমীয়া সীমান্ত এলাকার তুরং গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

জানা গেছে, দমদমীয়া সীমান্তের পিলার ১২৬০ /২ এস এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় সুপারি বাগানে গুলিতে আশিকুর নিহত হয়। পরে আশিকুরের লাশ স্থানীয়রা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে পৃথক স্থানে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গিয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইয়াকুব গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে টহল ও নজরদারি বাড়িয়েছে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত