ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে শাটডাউনের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) এ কর্মসূচি পালন করে তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।

এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

ছয় দফা দাবিতে এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। তারা সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধও করেন।

JA
আরও পড়ুন