বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন গাজীপুরের আব্দুস সোবহান (২১) নামে এক যুবক।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার জালিয়াতি চিহ্নিত করে এবং পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।
অনুসন্ধানে জানা যায়, দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের ছেলে মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরু হওয়ার পর প্রক্টরিয়াল টিম দেখে যে, আজমাইনের জায়গায় অন্য একজন পরীক্ষা দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গাজীপুরের বাসিন্দা আব্দুস সোবহান, যিনি প্রার্থীর হয়ে ‘প্রক্সি’ দিতে এসেছিলেন।
বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কীভাবে তিনি প্রবেশপত্র এবং অন্যান্য নথি পেয়েছেন, কার সহযোগিতায় এমন জালিয়াতি সম্ভব হয়েছে, তা নিয়ে আমরা বিস্তারিত অনুসন্ধান করছি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করবে এবং পরীক্ষায় জড়িত প্রকৃত প্রার্থীসহ জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
