ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গুচ্ছ ভর্তির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:৫২ পিএম

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৫ দশমিক ৭৪ শতাংশ পাস করেছেন।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এ লগইন করে নিজেদের ফল জানতে পারবেন। একই সঙ্গে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাওয়া যাবে।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন, যা উপস্থিতির হার হিসেবে ৮৭ দশমিক ৯৮ শতাংশ। পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন শিক্ষার্থী। আর ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন, যা শতকরা ৫৪ দশমিক ২৬ ভাগ।

পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৮৪ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন নম্বর ১৫ দশমিক ৭৫। এছাড়া পরীক্ষায় অংশ নেওয়া ৩৯ জন ভর্তিচ্ছুর ওএমআর শিট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে সারাদেশের ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষায় মূলত মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এবার ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ দ্রুত শুরু হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

ফল জানতে ভিজিট করুন...

Raj/AHA
আরও পড়ুন