কুবিতে কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:২৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন। এই সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশ নিবেন। 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর জানা গেছে। 

সংবাদ সম্মেলনে বক্তারা জানায়, আগামী ১৬ ও ১৭ মে  অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন।

প্রত্নতত্ত্ব সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন কুবি উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনীল কুমার। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

সংবাদ সম্মেলনে আরও জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ আয়োজন দু-দিন ব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রত্নতত্ত্ব সম্মেলনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কুবির সমাজিক বিজ্ঞান বিভাগের ডিন ও সম্মেলনের আহ্বায়ক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন।

SN/FJ