ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সরকারি হলো ৩ মাধ্যমিক বিদ্যালয়

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:০২ পিএম

দেশের তিনটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা নগরীর খালিশপুর উপজেলার বেসরকারি ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়কে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, একই জেলার ফুলতলা উপজেলার বেসরকারি ‘আলীম ইন্টার্ন মাধ্যমিক বিদ্যালয়কে ‘আলীম ইন্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী জেলার সদর উপজেলার ‘ইউএমসি আদর্শ বিদ্যালয়কে সরকারি করা হলো।

এতে আরও বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

এছাড়া, শিক্ষক-কর্মচারীদের সরকারিকরণের বিষয়টি জাতীয়করণ নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে এবং প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৯ মে থেকে সরকারি কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে আরও কিছু এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হবে। এসব প্রক্রিয়া মন্ত্রণালয়ের কার্যতালিকায় রয়েছে।

AA/AHA
আরও পড়ুন