যুক্তরাজ্যের শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএস বছরের নানা সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইন্টারন্যাশনাল ট্রেড র্যাঙ্কিং (বিবিএ-এমবিএ), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিজিয়ন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বেস্ট সিটিস অব স্টুডেন্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই কাউন্ট্রিসহ বিভিন্ন তালিকা করে থাকে। কিউএস দেশভিত্তিক সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাও করে। বিশ্বের সেরা ১ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করেছে। সেই তালিকা থেকে আমরা কানাডার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানব। চলুন জেনে নেওয়া যাক--
- কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় আছে শীর্ষে। ১০০–এর মধ্য স্কোর ৮৬ দশমিক ৩। এটি ২০২৪ সালের কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে আছে।
- কানাডার মন্ট্রিলে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। স্কোর ৮৩ দশমিক ৭। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের করা তালিকায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০তম।
- ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া কানাডার তৃতীয় সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশটির ভ্যাঙ্কুভারে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। ৮১ দশমিক ৫ স্কোর নিয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে ৩৪তম অবস্থানে।
- কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা দেশটির এডমন্টন শহরের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ৫৮ দশমিক ৩ স্কোর নিয়ে বিশ্বব্যাপী করা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আছে ১১১তম স্থানে। এটি কানাডার চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়।
- কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়টি কিউএসের করা তালিকায় আছে ১১২তম অবস্থানে। ১০০–এর মধ্য বিশ্ববিদ্যালয়টির স্কোর ৫৮ দশমিক ১। ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কানাডার পঞ্চম সেরা বিশ্ববিদ্যালয়।
- ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ৫৭ দশমিক ৪ স্কোর নিয়ে বিশ্বের ১১৪তম অবস্থানে আছে। এটি দেশটির ষষ্ঠ সেরা বিশ্ববিদ্যালয়।
- ইউনিভার্সিটি ডি মন্ট্রিল সারা বিশ্বের ১৪১তম তালিকার একটি বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাংকিংয়ে ৫২ দশমিক ১ স্কোর নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দেশের সপ্তম সেরা বিশ্ববিদ্যালয়।
- ইউনিভার্সিটি অব ক্যালগারির স্কোর ৪৭ দশমিক ৯। এটি কানাডার অষ্টম সেরা বিশ্ববিদ্যালয়।
- কানাডার হ্যামিলটনের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়টি ৪৬ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বের ১৮৯তম বিশ্ববিদ্যালয়। এটি দেশটির নবম সেরা বিশ্ববিদ্যালয়।
- অটোয়া বিশ্ববিদ্যালয় কানাডার দশম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকার ২০৩ র্যাংঙ্কিয়ে থাকা বিশ্ববিদ্যালয়টির স্কোর ৪৫ দশমিক ২।
