ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিদেশে পাসের হার ৮৭.৩৫ শতাংশ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে এ পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।

এবার এসএসসিসমমান পরীক্ষায় বিদেশ থেকে অংশ নিয়েছে ৪২৭ জনসেখানে উত্তীর্ণ হয়েছে ৩৭৩ জন, ফেল করেছে ৫৪ জনবিদেশের পাসের হার শতকরা ৮৭.৩৫ শতাংশ

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিকউচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুরময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এসএসসিসমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি ফলাফলের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন।

RF/AHA
আরও পড়ুন