ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ, তথ্য উৎঘাটন ও প্রয়োজনীয় সুপারিশসহ ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন বা সুপারিশ জমা দিতে বলা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিনিধিদের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মিন্নাতুল করিমকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটির অন্যরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, হিট প্রজেক্টের কাজে ঢাকায় যাচ্ছি। এখনও চিঠি হাতে পাইনি। বুধবার ক্যাম্পাসে ফিরে বিষয়টা দেখবো।

MMS
আরও পড়ুন