ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন 

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মত্বত্ত অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

রোববার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীদের ‘নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই, ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, ‘যে জাতির শিশুরা ১০ বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরেও সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম-কানুন শিখতে পারে না। সে জাতির শিশুরা তার প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরেও সহি-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে না। এর চেয়ে বড় লজ্জা আমাদের আর কী আছে? স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলো, এতদিনও এই দাবি আদায় হয়নি।’

তারা আরও বলেন, ‘সরকারি বেসরকারি মিলিয়ে লাখের অধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে ইসলামী সাবজেক্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই যে ওই সাবজেক্টটি পড়াবে। আমাদের বলা হয়ে থাকে ৯০% মুসলিমের দেশ। শিক্ষার ব্যাপারে, ধর্মীয় শিক্ষার প্রতি এমন বৈষম্যমূলক আচরণে বাংলার মানুষ মেনে নিতে পারে না। আমরা মেনে নিতে পারি নাই বলেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন।’

HN
আরও পড়ুন