ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রেলওয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি, কেন্দ্র ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫১৩ জন।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

পরীক্ষা ২৬ জুলাই ২০২৫ (শনিবার) বেলা ২:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে

পরীক্ষার কেন্দ্র: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর ১২, ঢাকা ১২১৬।

পরীক্ষাসংক্রান্ত নির্দেশাবলি

পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।

নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষ ও আসন ব্যতীত অন্য কোথাও পরীক্ষা গ্রহণ করা হবে না।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে কক্ষ ত্যাগ করা যাবে না।

উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।

মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর (সাধারণ ক্যালকুলেটর ব্যতীত) এবং অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। 

প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ন্যূনতম ৩০ শতাংশ নম্বরসহ সামগ্রিকভাবে সব বিষয়ে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।

RK/AHA
আরও পড়ুন