ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার নামে থাকা ৬০ শিক্ষা প্রতিষ্ঠান, যে সিদ্ধান্ত সরকারের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমান এবং তার স্ত্রী ফজিলাতুন্নেছার নামে প্রতিষ্ঠিত দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (১৬ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে উল্লেখ করে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হলো।

Raj
আরও পড়ুন