ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যিনি গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখা গেলে পরে উদ্ধার করেন একদল শিক্ষার্থী।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে মৃত্যুবরণ করছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সু্যোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, কয়েকজন ফোনে জানায় যে হলের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে অন্যান্য অফিসারদের নিয়ে এসে পুকুরের মাঝামাঝি জায়গায় মরদেহ ভাসতে দেখে সবার সহযোগিতা কিনারায় নিয়ে আসি। তাকে ওপরে তোলার পরে সে বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য ইবি মেডিকেলে নিয়ে আসি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিতভাবে সব বলা যাবে।

MMS
আরও পড়ুন