ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনুদান না পাওয়াদের করণীয় জানালো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম

২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বিশেষ আর্থিক অনুদানের তালিকায় থাকা অনেক উপকারভোগী ভুল তথ্যের কারণে অনুদান পাননি। এসব ভুল দ্রুত সংশোধন করে ৭ আগস্টের মধ্যে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদান বিতরণের জন্য ২০২৪ সালের ১৭ জুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তাতে ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক-কর্মচারী এবং ৭,১০০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।

তবে ডাক বিভাগের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নগদ’ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, তালিকাভুক্ত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টির ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকায় নির্ধারিত অনুদান পাঠানো সম্ভব হয়নি।

এছাড়াও শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৬,৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের KYC তথ্য হালনাগাদ না থাকায় তাদের ‘নগদ’ অ্যাকাউন্টে অর্থ পাঠানো সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে, যেসব শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী তাদের ‘নগদ’ মোবাইল নম্বরে অনুদান পাননি, তাদের ৭ আগস্টের মধ্যে অবশ্যই KYC তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

একইভাবে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ভুলের কারণে অনুদান পাননি, তাদেরকে ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম, রাউটিং নম্বরসহ সঠিক তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতির স্বাক্ষরে ই–মেইলের মাধ্যমে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।

NB/AHA
আরও পড়ুন