ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় রাকসুর নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার ২৫, ১২৭ জন। এদের মধ্যে ছাত্রদের ১১টি আবাসিক হলে ভোটার ১৫,৪৪০ জন ও ছাত্রীদের ৬টি আবাসিক হলে ভোটার ৯,৬৮৭ জন। ফলে ভোটারদের মধ্যে ৬১.৬৫ শতাংশ ছাত্র এবং ৩৮.৩৫ শতাংশ ছাত্রী। 

১৭টি হলের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯৮ জন ভোটার রয়েছেন শহীদ হবিবুর রহমান হলে। ছেলেদের অন্যান্য হলের মধ্যে শহীদ জিয়াউর রহমান হলে ১৯৪৭ জন, মতিহার হল ১৬১৮, মাদার বশ হলে ১৫৭৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হলে ১৫৪২ জন, বিজয় ২৪ হলে ১৩০৩ জন ভোটার রয়েছেন।

এছাড়া শাহ মখদুম হলে ১২৪৭ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১০৩৫ জন, সৈয়দ আমীর আলী হলে  ৯৮৮ জন, শের-ই-বাংলা ফজলুলুল হক হলে ৯৭২ জন ও সর্বনিম্ন ৮১৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ২১৫৩ জন ভোটার রয়েছেন জুলাই ৩৬ হলে। এছাড়া মন্নুজান হলে ২০০৭ জন, রোকেয়া হলে ১৮১৬ জন, রহমতুন্নেসা হল ১৫৪৭ জন ও সর্বনিম্ন ১০৩৭ জন ভোটার রয়েছেন তাপসী রাবেয়া হল। 

নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকায় নিষ্পত্তি করা হবে ৭ আগস্ট,  ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

DR/AHA
আরও পড়ুন