৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা আগামী রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৭৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়। নির্ধারিত অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে। এ জন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে পূরণ করা বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে।
একই সঙ্গে মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্র ও মূল সনদ প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এসএসসি বা সমমান সনদ বা জন্মতারিখের প্রমাণ, বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান সনদ, বিএমডিসি নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রমাণপত্র, প্রতিবন্ধী সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরিতে থাকলে ছাড়পত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, পুলিশ ভেরিফিকেশন ফরম, পূরণকৃত বিপিএসসি ফরম-৩ এবং চিকিৎসকের দেওয়া উচ্চতা-ওজন-বুকের মাপসংবলিত প্রত্যয়নপত্র। নির্ধারিত কাগজপত্র না দিলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
রাবিতে ভিসির বাসভবনে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা