স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। এ দুই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এতে সই করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হওয়া অনলাইন আবেদন চলবে ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরদিন ২৮ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে।
এছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তবে এ পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং এ বিষয়ে ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে। এ বছর আইএইচটি ও ম্যাটসে ভর্তিতে ফি ধরা হয়েছে ৭০০ টাকা।
