ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাল শুরু হচ্ছে রাবি’র প্রথম বর্ষের ক্লাস, র‍্যাগিংবিরোধী নির্দেশনা জারি

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদে পাঠদান কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও র‍্যাগিং বা কাউকে র‍্যাগিং করতে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোনো বর্ষের শিক্ষার্থী অন্য বর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।
 
নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি, অনেক বিশ্ববিদ্যালয় কিছু সিট খালি রেখেই তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে। কিন্তু আমরা সব সিট পূরণের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে, সব সিট একসঙ্গে পূরণ করে, সবাইকে একই সময়ে ক্লাস শুরু করানোর পরিকল্পনা নিয়েছি।’   

তিনি বলেন, তথাকথিত আনন্দের জন্য র‍্যাগিং একটি বড় সমস্যা। শিক্ষার্থীদের মেধার বিকাশে এটি বাধা সৃষ্টি করে, মাথায় চাপ বাড়ায় এবং মানসিকভাবে ভেঙে ফেলে। তবে আমরা এমন একটি পড়াশোনার পরিবেশ বজায় রাখব, যেখানে শিক্ষার্থীরা স্বস্তিতে শিখতে পারবে। এখানে পড়াশোনা হবে সুসংগঠিত ও র‍্যাগিংয়ের কোনো সুযোগ থাকবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুনদের স্বাগত জানিয়ে বলতে চাই, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

LH/FJ
আরও পড়ুন