ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নির্বাচন

উপহার দিলে বা আপ্যায়ন করলেই বাতিল হবে প্রার্থিতা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য নতুন আচরণবিধি জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা প্যানেল এখন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের উপহার, আপ্যায়ন, আর্থিক সহায়তা বা সেবামূলক কাজে অংশ নিতে পারবে না। এই ধরনের কার্যকলাপ সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রার্থীর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারা আগামী ২৩ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আপিল করলে তা গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট, এবং ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার পক্ষে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল; এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও পেতে পারেন। 

LH/AHA
আরও পড়ুন