জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির প্রধান দাবি-বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত জকসু নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনে বিধি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই নানাভাবে অবহেলিত। আমরা আর বঞ্চিত হতে চাই না। প্রশাসনের উদ্দেশে বলছি-আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করুন, এতে ছাত্রসমাজের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও ইতিবাচক হবে।’
তিনি আরও বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন আন্তরিক হলে আমরা সহযোগিতা করব। তবে দাবি অগ্রাহ্য করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
ছাত্রশিবির ঘোষিত পাঁচ দফা দাবি হলো-
* বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনে বিধি আকারে সংযুক্ত করতে হবে।
* নীতিমালা অনুমোদনের পরপরই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
* আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা প্রণয়ন করতে হবে।
* নীতিমালা প্রণয়নের ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে হবে।
* ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম শুরু করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা জকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন নানা সময় দাবি জানিয়ে আসছে। তবে এই প্রথম কোনো সংগঠন নির্দিষ্ট সময়সীমা বেঁধে পাঁচ দফা দাবির মাধ্যমে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টির উদ্যোগ নিল।
কোটার ক্ষেত্রে কঠোর শর্তাবলি ঘোষণা সমন্বয় কমিটির
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ
আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করলো রিউমার স্ক্যানার