ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাকৃবি শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগ করতে হবে।

অধ্যাপক মুজিবর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দিয়েছে।

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন আহত হন। এরপর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

DR/AHA
আরও পড়ুন