ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা ক্যাম্পাসে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

তারা আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি। বারবার শিক্ষার্থীদের ওপর এ ধরনের সহিংস হামলা কেবল শিক্ষার ধারাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো সমাজকে অস্থির করে তুলছে।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ের আরেকটি আলোচিত ইস্যু- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের হামলার ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেন তারা।

জবি শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘৫ আগস্টের আগের ঘটনাপ্রবাহের মতোই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের ওপর হামলা সমাজে অরাজকতা ছড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘নুরুল হক নূরের ওপর হামলায় লাল টি-শার্ট পরা এক পুলিশ সদস্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরিচয় নিশ্চিত করে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দুটি স্পষ্ট দাবি-এক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; দুই, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল হামিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুব উসমানসহ অনেকে।

কর্মসূচির শেষভাগে অংশগ্রহণকারীরা একযোগে ‘শিক্ষার্থীর ওপর হামলা নয়’, ‘দোষীদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে মানববন্ধন শেষ করেন।

NB/AHA
আরও পড়ুন