ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে উত্তাল বাকৃবি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান উত্তেজনার মধ্যে প্রশাসনের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনার প্রতিবাদে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার (৩১ আগস্ট) রাতে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় এবং সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এরপর থেকেই ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এরই মধ্যে বেগম রোকেয়া ও জুলাই ৩৬ ছাত্রী হলের কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছেন।

অন্যদিকে, অধিকাংশ ছাত্র হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তাদের অভিযোগ, রাতের বেলায় নোটিশ দিয়ে হল ছাড়ার নির্দেশ দেওয়া স্বৈরাচারী আচরণ এবং প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের দমন করতে চায়।

শিক্ষার্থীরা প্রশাসনের এই আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছয় দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো হলো-

১. কেবলমাত্র কম্বাইন্ড ডিগ্রি চালু রাখতে হবে।
২. শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।
৩. ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. হামলায় জড়িত শিক্ষকদের শাস্তি দিতে হবে।
৫. ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দিতে হবে।
৬. শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

DR
আরও পড়ুন