ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফাজিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো ইআবি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে ২০২৪ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা এবং মাদ্রাসা অধ্যক্ষদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলবে ১৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে সংশ্লিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে। অন্যদিকে বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফি-সংবলিত ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সময়সীমা চূড়ান্ত, এবং আরও সময়সীমা বাড়ানো হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফরম পূরণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীদের নিচের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে-

  • ৩য় বর্ষ: মোহিবুল্লাহ
  • ২য় বর্ষ: মুরাদ হোসেন
  • ১ম বর্ষ: এস. এম. সাদেকুর রহমান ও মো. আসাদুজ্জামান
  • এছাড়া আইসিটি শাখার নির্ধারিত নম্বরেও যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তির অনুলিপি দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে, যাতে সময়মতো ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

DR/AHA
আরও পড়ুন