ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এসএসসির মূল নম্বরপত্র বিতরণ শুরু আজ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিতরণ শুরু হচ্ছে আজ। রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত। 

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,  রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। সোমবার (৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজীপুর ও কিশোরগঞ্জ, বুধবার (১০ সেপ্টেম্বর) মাদারীপুর ও শরীয়তপুর, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, রোববার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং  সোমবার (১৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল ও ঢাকা জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

এতে বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

LH/SN
আরও পড়ুন