ডাকসু নির্বাচন

চলছে ভোট গণনা ,সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ‘সরাসরি’ এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। সরেজমিনে কার্জন হলের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এ বছর ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। ১৮ হলের প্রতি হল সংসদে ১৩ করে মোট ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন। ৮ কেন্দ্রের ৮১০ বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১ পদে ভোট দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

LH/FJ
আরও পড়ুন