সাইবার সুরক্ষা নিশ্চিতে পূর্ণাঙ্গ সুরক্ষা নীতি প্রণয়নসহ ৭ দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের নারী প্রার্থীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসু নির্বাচনের একমাত্র নারী সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী তাসিন খান।
তাদের দাবিগুলো হলো- সাইবার সুরক্ষা নিশ্চিতে পূর্ণাঙ্গ সুরক্ষা নীতি প্রণয়ন; বিশেষত, নারী শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আলাদা ধারা সংযোজন করার পাশাপাশি ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি, নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের নিরাপদ বোধ করানোর পরিবেশ সৃষ্টি করার দাবি জানান তারা। এছাড়া নারী শিক্ষার্থী, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী সমন্বয়ে, দিনরাত ২৪ ঘন্টা কার্যকর একটি বিশেষ সেল গঠন এবং বট/ফেক আইডি নিয়ন্ত্রণ করার দাবিও জানান তারা।
ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ বা বিকৃত করার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে কোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদের উপর গণনজরদারি কিংবা মনিটরিং টুল বা সফটওয়্যার ব্যবহার করা যাবে না।

ডিজিটাল লিটারেসি, সেফটি প্রশিক্ষণ এবং ভেরিফায়েড অফিসিয়াল চ্যানেল তথ্যের নির্বিঘ্ন ও পেশাদার প্রবাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ/গ্রুপ চালু করারও দাবি জানান তারা।
তাসিন বলেন, জুলাই-৩৬ হলে ঘটে যাওয়া ঘটনার কথাই ধরা যাক। সেখানেও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি একটি বড় ছাত্রসংগঠনের সদস্য হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বরং তাঁর সংগঠন ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকেই এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’
এ সময় তাসিন খানসহ কেন্দ্রীয় সংসদে নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সামসাদ জাহান, সহ-নারী বিষয়ক সম্পাদক নাদিয়া হক, কেন্দ্রীয় সংসদের অন্যান্য পদের প্রার্থী ও কয়েকটি হলের ভিপি, জিএস প্রার্থীসহ ১২ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রচারণা শেষে আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
