ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সাড়ে ৪টায়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঘোষণা করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৭ জন প্রার্থী।

এর মধ্যে- সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এছাড়া নির্বাচনে ৬ জন নারী প্রার্থী অংশ নিয়েছেন।

নির্বাচনে অংশ নেয় মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোট গ্রহণ শুরুর পরপরই কারচুপির অভিযোগ তুলে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারী প্যানেলগুলোর মধ্যে রয়েছে- ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের 'সম্প্রীতির ঐক্য', বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সমন্বয়ে গঠিত 'সংশপ্তক পর্ষদ', স্বতন্ত্র প্রার্থীদের 'অঙ্গীকার পরিষদ', ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

এদিকে, নির্বাচন কমিশনের একজন সদস্য মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও, কারচুপি ও অনিয়মের অভিযোগে তৈরি হয়েছে কিছুটা বিতর্কও। বিকেল সাড়ে ৪টায় ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে নির্বাচনের প্রভাব ও প্রতিক্রিয়া স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

DR/SN
আরও পড়ুন