দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি মাশফিক ইসলাম।

সংবাদ সম্মেলনে মাশফিক ইসলাম বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা দাবি ষড়যন্ত্রমূলক। এটি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত।

তিনি আরও জানান, ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না। তাই প্রতিবাদস্বরূপ সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে।

মাশফিক ইসলাম এক বিএসসি প্রকৌশলীর বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুলি করে হত্যার হুমকির অভিযোগ এনে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার না করা হলে এবং তিন দফা দাবি বাতিল না হলে, আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাবো।

সম্প্রতি সরকার ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে, যা প্রকৌশলীদের মধ্যে পেশাগত ও প্রশাসনিক বিভাজন নিয়ে আলোচনা শুরু করে। এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একাংশ।

DR/AHA
আরও পড়ুন