ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল সন্ধ্যায়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শেষ পর্যন্ত ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো ক্যাম্পাসে মোতায়েন ছিলেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম।

প্রতিটি কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা, যার লাইভ সম্প্রচার চলেছে ট্রান্সপোর্ট ইয়ার্ডে বসানো এলইডি স্ক্রিনে। প্রশাসন ও শিক্ষার্থীদের দাবি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। কেউ নিয়ম লঙ্ঘন করলে তাকে শোকজ করা হয়েছে। আশা করছি ৩-৪ ঘণ্টার মধ্যেই গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারব।

ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা, আর ফলাফল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

DR/FJ
আরও পড়ুন