ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন’। বুধবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ভিসি বলেন, ‘পর্যটন শুধু অর্থনৈতিক শিল্প নয়, এর সাথে মানবিকতা ও প্রকৃতির প্রতি সম্মান জড়িত। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের (সিটিএস) প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমেদ, ছুটি রিসোর্ট অ্যান্ড ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সউদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শান্তি চাকমা।

এদিকে, সারাদিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও একাডেমিক-প্রাতিষ্ঠানিক সংযোগ জোরদারে দিবসটি গুরুত্বের সাথে পালন করা হয়।

HN
আরও পড়ুন