ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন মন্ত্রণালয়ে অনুমোদন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৮ হাজার ৫৭৫ জন ও কলেজের ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর আগে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৭৪৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ১৪৫ ও কলেজ-২ হাজার ৫৯৯) মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। 

ফলে সেপ্টেম্বর মাসের ১ম ধাপ বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ৯৯৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৩৯৪ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

LH/FJ
আরও পড়ুন