ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গকসুর নেতৃত্বে শুরু হচ্ছে নতুন অধ্যায়, শপথ আজ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ এএম

দীর্ঘ ৭ বছর পর গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। এ নির্বাচনে বিজয়ীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আজ বৃহস্পতিবার।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নং কক্ষে দুপুর ২:৩০ মিনিটে গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ছাত্র সংসদের নবনির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) মো: রায়হান খান নির্বাচিত হন। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৫৭ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪ হাজার ৭৬১ জন।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ সাত বছর পর এবার গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

HN
আরও পড়ুন