সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ শেষে মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত কবর জিয়ারত করেন তারা।
এ সময় নবনির্বাচিত প্রতিনিধি ও উপস্থিত সকলে ডাক্তার জাফরুল্লাহর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাঙ্গনে গণতন্ত্র, ন্যায় ও মানবিকতার মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জাফরুল্লাহ চৌধুরীকে অনুপ্রেরণার প্রতীক আখ্যায়িত করে গকসুর কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার আজীবন সাধারণ মানুষের অধিকার, চিকিৎসা ও শিক্ষার জন্য কাজ করে গেছেন। তাঁর দেখানো পথই আমার কাজের মূল প্রেরণা। আমি চেষ্টা করবো তাঁর আদর্শ ও নীতিকে অনুসরণ করে দায়িত্ব পালন করতে, যাতে গণ বিশ্ববিদ্যালয় সত্যিকারের ‘জনগণের বিশ্ববিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।"
গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান বলেন, “আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। দায়িত্বের শেষ দিন অব্দি আমানতদারিতার পূর্ণ সম্মান রক্ষার্থে যাতে কাজ করে যেতে পারি সকলের নিকট দোয়া প্রত্যাশী। আমাদের
বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমরা সকল সাংসদ তার জন্য দোয়া করেছি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন।”
জাফরুল্লাহ চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালনের অঙ্গীকার করে গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদূল দেওয়ান বলেন,“জাফরুল্লাহ স্যার ছিলেন গণমানুষের কণ্ঠস্বর, তাঁর আদর্শ ও দিকনির্দেশনা আমাদের পথের দিশা। আমাদের বিশ্ববিদ্যালয়কে মানবতা, ন্যায় ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত করতে তার চিন্তাভাবনার বাস্তবায়নের বিকল্প নেই। আমরা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে তাকে স্বরণ করে তার কবর জিয়ারত করেছি। আমরা আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি।”
দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীত ও গকসুর থিম সং পরিবেশনের মাধ্যমে এবং গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান, তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ডিনস' কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রসঙ্গত, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ই ছাত্র সংসদ রয়েছে। বিভিন্ন প্রতিকুলতা ও বাধা কাটিয়ে সাত বছর বিরতির পর গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।
চাকসু নির্বাচনে ভোট হবে ৫ কেন্দ্রে: আইনশৃংখলা সমন্বয় সভা অনুষ্ঠিত