ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমাদের অস্তিত্বের স্বার্থে পরিবেশ সংরক্ষণ প্রয়োজন: ঢাবি উপাচার্য

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম

পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজিত ‘স্পেশাল ক্লিনিং ক্যাম্পাস-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমরা এই উদ্যোগে বহু মানুষের সহযোগিতা পেয়েছি। ঢাকা মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পাশে পেয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সদস্য। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। সবাই মিলে কাজ করলে একটা ভালো ফলাফল পাব।’

তিনি বলেন, ‘আজকের এই  উদ্যোগটি গুরুত্বপূর্ণ কারণ এটি সকলের বৃহত্তর স্বার্থে ,শিক্ষার্থীদের স্বার্থে ও জনগণের স্বার্থে সবাই একসাথে কাজ করার একটি ভালো উদাহরণ তৈরি করলো। 

এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানা গেছে। এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশগ্রহণ করছেন। অভিযানে হল এবং বিশ্ববিদ্যালয় এলাকার ডাস্ট ক্লিনিং, মশক নিধন, ড্রেনেজ ক্লিনিং আইলন রং, রাস্তার লাইট চেকিং কার্যক্রমসমূহ করতে দেখা যায়।   

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আজকে এখানে শুধু সিটি কর্পোরেশনের অধীনে ১৩শ স্টাফ এসেছে, তারা পুরো ক্যাম্পাস পরিষ্কার করে দিয়ে যাবে‌। এরপরেও যদি আমরা যত্রতত্র ময়লা ফেলি, তাহলে আজকের যে উদ্যোগ, সেটি স্বার্থক হবে না। এটা তখন‌ই সার্থক হবে, যখন আমরা নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করব।’

তিনি বলেন, ‘উন্নত দেশের ক্যাম্পাসগুলো আমরা দেখি পরিষ্কার। বিশ্ববিদ্যালয়ের স্টাফ, শিক্ষার্থীরা ক্যাম্পাসকে পরিষ্কার রাখার জন্য দায়িত্বশীল আচরণ করেন। নিজেদের ময়লা ডাস্টবিনে রাখা, করিডোর পরিষ্কার রাখা। পরিষ্কার রাখার প্রতিযোগিতা আমরা দেখতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার রাখতে চাইলে সবার আগে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের অনুরোধ করব, যেন নিজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। আমাদের আজকের যে উদ্যোগ, তা জারি থাকবে।’

LH/SN