ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান বরখাস্ত

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, দুই ঠিকাদারের সঙ্গে অসদাচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তদন্তে দেখা গেছে, সরকারি কাজে সরাসরি বাধা দেওয়ার সুযোগ তার ছিল না। এ কারণে বরখাস্তের পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

NJ
আরও পড়ুন