ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইবি-তে মেহেদি উৎসব, ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মেহেদি উৎসব’। দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্রী সংস্থা, যা ক্যাম্পাসে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রমের সূচনা বা আত্মপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুরু হওয়া এ উৎসব চলবে পরবর্তী দিন বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত। শুধুমাত্র নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে মেহেদি লাগানো ছাড়াও ছিল উপহার বিতরণ, অনুভূতি প্রকাশের বক্স এবং সংগঠন সম্পর্কিত প্রচারণার বিশেষ বুথ।

উৎসবস্থলে সরেজমিনে দেখা গেছে, সুসজ্জিত চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি ছিল ইসলামী ছাত্রী সংস্থা সম্পর্কে তথ্য জানার জন্য, একটি উপহার বিতরণ বুথ, একটি ‘অনুভূতি বক্স’ এবং একটি মেহেদি দেওয়ার বুথ।

নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবস্থল ছিল মুখরিত ও প্রাণবন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই আয়োজনে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী হুমায়রা তাসনিম বলেন, ‘নারী শিক্ষার্থীদের নিয়ে ছাত্রী সংস্থার মেহেদি উৎসব খুবই ভালো উদ্যোগ। আমরা বন্ধুরা মিলে এসে মেহেদি দিয়েছি, খুব ভালো লাগছে। চাই, এমন আয়োজন আরও হোক।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘ফেসবুকে পোস্ট দেখে ক্লাস শেষে বান্ধবীদের নিয়ে চলে এসেছি। মেহেদি লাগাতে আমার খুবই ভালো লাগে। আপুরা খুব আন্তরিক। এ ধরনের আয়োজন আরও হলে আমরা খুশি হবো।’

সংগঠনের শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার জানান, ‘সুস্থ সংস্কৃতিচর্চার লক্ষ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়েই এ উৎসব আয়োজন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সময়ের কারণে ছাত্রীদের নিয়ে এ ধরনের উন্মুক্ত আয়োজন সম্ভব হয়নি। এখন আমরা স্বাভাবিক পরিবেশে সক্রিয় হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা ইবি-র সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। সামনেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

বিশ্ববিদ্যালয়জুড়ে এ আয়োজন ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন উন্মুক্ত ও রঙিন আয়োজন ক্যাম্পাস সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

NB/SN
আরও পড়ুন