ইউরোপে পড়াশোনা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নানা আন্তর্জাতিক স্কলারশিপ ও ফেলোশিপ। এসব প্রোগ্রামের বেশিরভাগই সম্পূর্ণ অর্থায়িত (Fully Funded) বা আংশিক অর্থায়িত, যেখানে শিক্ষার্থীদের দেওয়া হয় মাসিক ভাতা, আবাসন, ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবিমা ও গবেষণা সহায়তা।
নিচে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ১০টি বৃত্তি ও ফেলোশিপ প্রোগ্রামের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো-
নেদারল্যান্ডস ইনস্টিউট ফর অ্যাডভান্স স্টাডি সেফ হ্যাভেন ফেলোশিপ (২০২৬)
ধরন: ফেলোশিপ
সুবিধা: প্রতি মাসে ৩,৫০০ ইউরো স্টাইপেন্ড, ভ্রমণ খরচ, আবাসনের ভর্তুকি, লাইব্রেরি সুবিধা ও গবেষণা সহায়তা।
ডেডলাইন: ৩১ ডিসেম্বর ২০২৫
ইন্টারপোল ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসে ৭০০ ইউরো ভাতা, হাউজিং ও ট্রান্সপোর্ট ভর্তুকি, আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা।
সার্ন রিচার্স ফেলোশিপ ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: মাসিক ৬,৯১১-৭,৩২৬ সুইস ফ্রাঁ ভাতা, স্বাস্থ্যবিমা, পেনশন ফান্ড, ভ্রমণ ভাতা।
ডেডলাইন: ৩ নভেম্বর ২০২৫
এইডিসি ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক প্রায় ১,০০০ ইউরো ভাতা, আন্তর্জাতিক পরিবেশে কাজ, হাইব্রিড বা রিমোট কাজের সুযোগ।
ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি ইন্টার্নশিপ ২০২৬ (জার্মানি)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: স্টাইপেন্ড, আবাসন ও ভ্রমণ খরচ, আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ।
ডেডলাইন: ১ নভেম্বর ২০২৫
মোপগা ফেলোশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ফেলোশিপ
সুবিধা: মাসিক ২,৫০০ ইউরো ভাতা, ৫০০ ইউরো রিলোকেশন ইউরো খরচ, স্বাস্থ্যবিমা ও ফরাসি সরকারের বৃত্তিধারীর মর্যাদা।
ডেডলাইন: ১২ ডিসেম্বর ২০২৫
ফেসপি ফেলোশিপ ২০২৬ (জার্মানি ও পোল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: বিমানভাড়া, থাকা, খাবার ও প্রোগ্রাম ফি সম্পূর্ণ কভার।
ডেডলাইন: ৪ জানুয়ারি ২০২৬
ইউরোপিয়ান ইউনিয়ন ভলান্টিয়ারিং প্রোগ্রাম ২০২৫ (ইউরোপ)
ধরন: ভলান্টিয়ারিং
সুবিধা: খাবার ও দৈনিক ভাতা, যাতায়াত খরচ, বাসস্থান ও প্রশিক্ষণের সুযোগ।
ইকলো পলিটেকনিক এক্সিলেন্স ফেলোশিপ (সুইজারল্যান্ড)
ধরন: মাস্টার্স ফেলোশিপ
সুবিধা: প্রতি সেমিস্টারে ১০,০০০ সুইস ফ্রাঁ, রুম সংরক্ষণ ও সার্টিফিকেট অব এক্সিলেন্স।
সার্ন টেকনিক্যাল স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক ৩,৪৭২ সুইস ফ্রাঁ ভাতা, ভ্রমণ খরচ, স্বাস্থ্যবিমা, ছুটির সুযোগ।
এই বৃত্তি ও ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণার পাশাপাশি ইউরোপের সংস্কৃতি ও পেশাদার পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। সময়মতো আবেদন করলে এসব সুযোগ হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ ধাপ।
ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ
শেবাচিম ছাত্রদলের কমিটিতে ৩০ সদস্যের ২০ জনই নিষিদ্ধ ছাত্রলীগ!
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজনের নির্দেশ
রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ