ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যারা রাজনীতি চায়নি, তারাই এখন রাজনীতিতে !

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আবারও দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। একসময় যারা প্রকাশ্যে ক্যাম্পাসে দলীয় রাজনীতির বিরোধিতা করেছিলেন, তারাই এখন দলীয় রাজনীতির ব্যানারে কার্যক্রম শুরু করেছেন।

এদিকে এক বছর আগের একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল হয়, সেখানে দেখা যায় যে কিছু সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে এবং এক বছর পর তারাই দলীয় রাজনীতির ব্যানারে প্রকাশ ঘটিয়েছে।

সম্প্রীতি গণধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রধিকার পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কমিটি ঘোষণা করেছে। যেখানে সভাপতি হিসেবে মো.গোলাম আকবার এবং সাধারণ সম্পাদক হিসেবে মিনার রহমান দায়িত্ব পেয়েছেন। 

দায়িত্ব পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করছিলেন যে,যারা একসময় দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ক্যাম্পাসে আন্দোলন করেছে। তারা কেন আজ দলীয় রাজনীতির ব্যানারে প্রকাশ ঘটালো। এর ভিতর এক বছর আগেকার একটি ভিডিও হঠাৎ সবার সামনে চলে আসে যেখানে দেখা যায় সাধারণ সম্পাদক মিনার রহমান দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের সম্মুখ সারিতে নেতৃত্ব দিচ্ছেন। যে তারা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চায়না। সভাপতি মো.গোলাম আকবার এর একটি পোস্টও সকলের দৃষ্টি গোচর হয়,যেখানে তিনি লেজুড়বৃত্তিক দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বিরুপ অবস্থা  বিরাজ করছে।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো: গোলাম আকবর বলেন, তখন যে পরিস্থিতি ছিল ছাত্রদের যে আগ্রহ ছিল, সোহরাওয়ার্দী কলেজের প্রায় সকলের রাজনীতি বন্ধের দাবি ছিল। আমরা তখন শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করি এবং প্রতিবাদ জানিয়েছি। এরপর ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি প্রচলনটা অগ্রাহ্য করেই ছাত্র সংগঠনগুলো পরিচালনা করছে। তখন এমন এক অবস্থা,যে তাদের প্রতিদ্বন্দ্বী কোন ছাত্র সংগঠন নেই। ফ্যাসিবাদি ছাত্রলীগের সময় যেমন রাজনীতি হয়েছে তেমনি দিকে এগিয়ে গেছে। তখন আমরা না চাইলেও, সাধারণ শিক্ষার্থী না চাইলেও, একটি পক্ষ যখন না থাকে তখন গণতান্ত্রিক সাম্য অবস্থা থাকে না। সাম্যবস্থার জন্যই আমরা এই আন্দোলন করেছি। একক প্রভাবমুক্তির জন্য এই আন্দোলন, এইজন্যই আমরা নতুন কমিটিতে ছাত্র রাজনীতিতে ব্যাক করেছি।

কমিটির সাধারণ সম্পাদক মিনার রহমান বলেন, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা ক্যাম্পাসে করবো না। আমরা চাই শিক্ষায় সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে। শিক্ষার্থীরা যদি মনে করেন আমরা শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বিরুদ্ধে কাজ করছি তাহলে কমিটি থেকে অব্যহতি নিয়ে চলে যাবো।ক্যাম্পাসের রাজনীতি করবো না। 

এদিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন ক্যাম্পাসে দলীয় প্রভাব কমিয়ে সবার জন্য সমান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

LH
আরও পড়ুন