ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোহরাওয়ার্দী কলেজস্থ

ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি লিখন, সাধারণ সম্পাদক নাঈম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

রাজধানী পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. লিখন হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. ত্বহা নাঈম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) সকালে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীগণ ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়ের স্বাক্ষরের মাধ্যমে ৩২ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা  হয়। এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. লিখন হোসেন  ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন  মো. ত্বহা নাঈম।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে সাব্বির হোসেন, সহ-সভাপতি পদে মাহফুজ আহমেদ, সাব্বির আহমেদ শুভ এবং ইফতিয়া ফারিহা নির্বাচিত হয়েছেন।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তন্ময় বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান অমি, অপূর্ব আরিয়ান আশিক ও কর্ণ কুমার বিশ্বাস নির্বাচিত হয়েছেন। 

সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহফুজ আহমেদ, সহ- সাংগঠনিক সম্পাদক পদে মো. তাওহিদ, ইশতিয়াক মাহমুদ, মো. রাকিব হোসেন, মেহেদী হাসান রনি এবং সাদ রহমান নির্বাচিত হয়েছেন।

এদিকে দপ্তর সম্পাদক পদে মো. সজীব হোসেন,অর্থ সম্পাদক পদে মো. মিনহাজ আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রেদুয়ান, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া সিমু, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মুক্তা খাতুন, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সাদিক হোসেন, তথ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আগন্ত বাবু এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নিক্কন কুমার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে মুনতাসীর ইরফান মাহির, মো. রমজান, আবরার মাহির অর্পণ, নাহিয়ান শান্ত, অয়ন সাহা,গোলাম আজম, সজিব আল হাসান এবং দেব বিশ্বাস নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও উপদেষ্টা পরিষদ কমিটিতেপৃষ্ঠপোষক অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, মো. সোহানুর রহমান,  কামরুন নাহার, মো. রাজীব হাসান, সজিব পাল এবং নাজমুস সাকিব তন্ময় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন