জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। আবেদন শুরু ২৩ নভেম্বর। এ বছর আবেদন ফি বৃদ্ধি পেয়েছে। আসনের সংখ্যাও আগের তুলনায় বাড়ানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এ বছর সব ইউনিটের আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ইউনিটের বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আবেদনকারীর সংখ্যা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে আমরা ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ নির্ধারণ করব।
তিনি আরও বলেন, এ বছর এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ১০০০ টাকা এবং সি১, ডি, ই ইউনিট ও আইবিএ প্রতিটির জন্য ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, গত শিক্ষাবর্ষের ১,৮১৬ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ২৬টি আসন। এর মধ্যে আইন অনুষদে ১৬টি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ফলে এবার মোট ১,৮৪২ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে আগের বছরের মতো এবারও প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ও বিকেল দুই শিফটে অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি, প্রতিটি ইউনিটের বিস্তারিত সিলেবাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সব পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে, বিভাগীয় শহরে নয়। সীমিত অবকাঠামো ও আসনসংখ্যার কারণে সব পরীক্ষা একই দিনে নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ পেলেন ২০১ শিক্ষার্থী