ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রল করার জন্যে শিক্ষার প্রয়োজন

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরবর্তী সিনেমা ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। ফেসবুকে অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলেখার আইটেম ডান্স নিয়ে চলছে তুমুল সমালোচনা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই বয়সে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আমাকে দেখতে কী রকম লাগছে তার থেকেও আমার কাছে প্রায়োরিটি ছিল, নাচটাকে ঠিক করে পরিচালনা করতে পারব তো? এটা নিজের কাছেই আমার চ্যালেঞ্জ ছিল। আর সেটা আমি পেরেছি। তাই কে কী বলল, কিছু যায়-আসে না! 

টলিউডে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন। ছক ভেঙে বারবার নিজেকে প্রমাণ করেছেন। ছোটবেলা থেকে নাচ জানলেও এই প্রথমবার ‘নেগেটিভ’ সিনেমায় শ্রীলেখা মিত্রকে দেখা যাবে আইটেম গার্ল হিসেবে। 

শ্রীলেখার কথায়, বাপ্পার কাছ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, আমি নিজেও সত্যি বলতে কী হেসে ফেলেছিলাম! তবে সব থেকে ভালো লেগেছে, আমার মেয়ের থেকে বয়সে একটু বড় হবে, তাদের সঙ্গে বেশ মজা করে এই আইটেম ডান্সটায় পারফর্ম করেছি। এই আইটেম নাচটা কিন্তু এক রাতে শুট হয়েছে। কাজ করতে গিয়ে আমি নিজে খুব উপভোগ করেছি। কিংবা তথাকথিত ‘আইটেম গার্ল’ বলে যা প্রচলিত, সেই ছকে বাঁধা ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়তে পেরে ভালো লেগেছে।

তিনি আরও বলেন, লোকজনের মন্তব্যে আমার সত্যিই কিছু বলার নেই। আমাকে ট্রল করার জন্যে গুণগত শিক্ষার প্রয়োজন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

NC
আরও পড়ুন