দরজায় কড়া নাড়ছে ভারতের লোকসভা নির্বাচন। হাতে গুনে আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার ভোট। রাজনীতি সংশ্লিষ্ট প্রার্থীদের পাশাপাশি নির্বাচনের মাঠে এবারও আলো ছড়াচ্ছেন দেশটির তারকা প্রার্থীরাও।
সবখানেই দলগুলোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কাউকেই এক চুল জায়গা ছাড় দিতে নারাজ। আর এই পরিস্থিতিতে ওপার বাংলা সিনেমা পাড়াও বেশ উত্তাপ। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বোমা ফাটিয়েছেন বিজেপির শরীরে। তার এই মন্তব্য আঘাত হেনেছে বিজেপির নেতাকর্মীদের ঠিক বুকের মাঝখানে।
সম্প্রতি ভারতীয় এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, লোকসভা ভোট নিয়ে কী বলব? ভোট ভোটের মতোই হবে। ভোটের হাওয়া যদি ঠিক থাকে বিজেপি ক্ষমতায় আসলে তাহলে মেয়েরা আবার কয়েক যুগ পিছিয়ে যাবে। তাদের ওই গৃহবন্দি করে রাখা হবে। কী খাবো, কী পড়ব, কী দেখব সবটাই তারা ঠিক করে দেবে।
তাহলে কী বিজেপি ক্ষমতায় আসতে পারে? শ্রীলেখাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি কিছুই বলছি না। আর আমার চাওয়া পাওয়াতে তো কিছু এসে যায় না। আবার তিনি নিজের থেকে বললেন, ওরা চাইলে সংবিধানও বদলে ফেলতে পারে। ওরা চাইলে সবই পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
