ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইফতারের ছবি পোস্ট করে বিপাকে নুসরাত

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সব সময়ই আলোচনায় থাকেন এই নায়িকা। বিতর্ক যেন পিছু ছাড়ে না নুসরাতের। এবার নুসরাতের সঙ্গে ইফতার পার্টিতে ছবি পোস্ট করতেই যশকে তুলোধোনা করলেন নেটিজেনরা।

পবিত্র রমজান মাসে রোজা রাখছেন নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতার পার্টির ছবিও শেয়ার করেছেন। গোলাপি রঙের সালোয়ার কামিজের সঙ্গে নজরকাড়া কানের দুল। রমজানে সাবেক সাজে নুসরাতের লুকের স্নিগ্ধতা আরও একবার ভক্তদের দিল জিতে নিয়েছে। সামনে সাজানো খাবারের থালা। হাতে জুসের গ্লাস নিয়ে ক্যামেরায় মিষ্টি করে পোজ দিয়েছেন নুসরাত জাহান। 

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই অভিনেত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। সেই সঙ্গে জুটেছে চরম কটাক্ষও। কারও মতে, ইফতারের সময় মাথায় ঘোমটা দেওয়া উচিত। কারও দাবি নুসরাত ইসলাম ধর্মকে অবমাননা করছেন। কেউ আবার খোঁচা মেরে লিখেছেন, নুসরাত তো পূজা আর ইফতার একসঙ্গে করেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নায়িকা। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত হোক বা কর্মজীবনের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। রমজানেও ইফতার পার্টির ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

সমালোচকের টার্গেট নুসরাতের পার্টনার যশ দাশগুপ্তও। অভিনেতাও তার ইনস্টাগ্রামে ইফতারের ছবি পোস্ট করেছেন। যা নিয়ে চরম ট্রলের শিকার হয়েছেন যশ। হাসি মুখে ক্যামেরায় বেশ সুন্দর করে পোজ দিয়েছেন। খাবারের পসরা সাজিয়ে বসেছেন যশ দাশগুপ্ত। প্লেটের দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন। যশের ফ্যানেরা ছবির প্রশংসাও করেছেন। কিন্তু, সমালোচকরা একহাত নিয়েছেন যশ দাশগুপ্তকে। 

এদিকে আবার লোকসভা ভোটের টিকিট পাননি নুসরাত। সেই নিয়ে বেশ কিছুদিন চর্চায় ছিলেন অভিনেত্রী। লোকসভা ভোটের প্রচারের ব্যস্ততা নেই, আপাতত ফ্যামিলি টাইম কাটাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন। জিতের বিপরীতে পর্দায় তাঁর উপস্থিতি প্রশংসিত হয়। এরপর ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি যে তোমার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত। বাণিজ্যিক সিনেমা ছাড়া ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘ডিকশনারি’ ইত্যাদি ভিন্নধারার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

NC/SA
আরও পড়ুন