ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নুসরাতকে শিম্পাঞ্জির চুমু, কটাক্ষের ঝড়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৪ এএম

টালিউড অন্যতম অভিনেত্রী নুসরাত জাহান। বিভিন্ন করণে প্রায়ই তিনি সংবাদের শিরোনাম হচ্ছেন। এবার শিম্পাঞ্জির চুমু দেওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রোববার (২৮ এপ্রিল)। ভিডিওতে দেখা যায় নুসরাতের গালে চুমু দিচ্ছে শিম্পাঞ্জি। এরপরই কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী।

চুমুর বিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। সেখানেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে নুসরাত লিখেছেন- চমৎকার রোববার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে। ভিডিওতে দেখা যায়, কোলে বসে একটি শিম্পাঞ্জিকে অভিনেত্রীর গালে কয়েকবার চুম্বন করতে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ঈদের পর যশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত। ধারণ করা হয় ভিডিওটি সেখানকারই। এদিকে ভিডিওটি পোস্ট করার পর থেকে নানা কটাক্ষ করছেন নেটিজেনরা।

অভিনেত্রী নুসরাত জাহান

একজন লিখেছেন, দুজনের ঠোঁট তো একইরকম। আরেক নেটিজেন লেখেন, সেম সেম লাগে দুইটারে। আরেকজন লিখেছেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! আমি কেন্দে দিয়েছি! এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অভিনেত্রীর কমেন্টসবক্সে।

MB/FI
আরও পড়ুন