ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনুসন্ধানী সাংবাদিক হয়ে পর্দায় শুভশ্রী

পুরুষ প্রবেশের অনুমতি না থাকলেও মহিলা কারাগারে কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা?

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নিয়মের ছক ভেঙে বহুমুখি চরিত্রে অভিনেত্রী হিসেবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপনে শুভশ্রীর জুড়ি নেই। এবার নতুন সিরিজে নতুন রূপে হাজির হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। 

‘অনুসন্ধান’ নামের নতুন সিরিজে চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় আসছেন অভিনেত্রী। সিরিজে শুভশ্রীকে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ‘অনুসন্ধান’ নামের সেই সিরিজের পরিচালনা করবেন অদিতি রায়।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি: ফাইল ছবি

জানা গেছে, কোনও পুরুষ প্রবেশের অনুমতি না থাকলেও মহিলা কারাগারে কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা? অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে সেই রহস্য উদঘাটন করবেন শুভশ্রী। 

সদ্যই ত্রিশে পা রেখেছে কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দেয় তারা। তাদেরই একটি ‘অনুসন্ধান’।

এ ছাড়া রয়েছে মিমি চক্রবর্তীর ‘ডাইনি’, পরমব্রত চ্যাটার্জির ‘ভোগ’, টোটা রায়চৌধুরীর ‘ফেলুদা’, ঋত্বিক চক্রবর্তীর ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, ইশা সাহার ‘ইন্দু ৩’, সৌমিতৃষা কুণ্ডুর ‘কালরাত্রি ২’, সোহিনী সরকারের ‘নাগমণির রহস্য’ ইত্যাদি।

SN/AHA
আরও পড়ুন